লালনগীতি লিরিক্স । Page 4

কররে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে


মিশবি যদি জাত ছেফাতে এদিন আখেরের দিনে
কররে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে।।
পিলে নুরের পিয়ালা খুলে যাবে রাগের তালা
অচিন মানুষের খেলা দেখবিরে দুই নয়নে।
ধর তরি যা পারি নুরি চিনরে সেই নুর জহরি
এহি চার পিয়ালা ভারি আছে অতি গোপনে।
ফানাফি শেখ ফানাফি রাসুল ফানাফিল্লা ফানা বাকাই কুল
এহি চার মোকামে লালন ভজ মুর্শিদ নির্জনে।।



দিবানিশি থাকরে সব বা-হুঁশিয়ারী


দিবানিশি থেক সব রে মন বা-হুঁশিয়ারী
রাছুল বলে ইয়ে দুনিয়া ।।
মিছে ঝাকমারী।
দিবানিশি থেক রে ও মন বা-হুঁশিয়ারী
দিবানিশি থেক রে থেক ও মন বা-হুঁশিয়ারী
পড়িও আউজবিল্লা
দূরে যাবে নানতুল্লা ।।
মুর্শিদরূপ করিলে হিল্লা ।।
শঙ্কা যায় তারই।।
দিবানিশি থেক রে সাধের মন বা-হুঁশিয়ারী
দিবানিশি থেক রে থেক ও মন সব বা-হুঁশিয়ারী
যাহের বাতেন ছপ ছফিনায়
পুছি দ্বার ভেদ দিলেম সিনায় ।।
অমনি মতন তোমার সবায়
বল সবারই।।
দিবানিশি থেক রে থেক সবে বা-হুঁশিয়ারী
অগত অভক্তজনা
তারে গুপ্ত ভেদ বইল না
বলিলে সে মানিবে না ।।
করবে অহংকারী।।
দিবানিশি থেক রে সবে মন সব বা-হুঁশিয়ারী

ক্ষম ক্ষম অপরাধ


বারে বার ডাকি তোমায়
ক্ষম ক্ষম অপরাধ……!
বড় সঙ্কটে পড়িয়া এবার
ওগো দয়াল
বারে বার ডাকি তোমায়
ক্ষম ক্ষম অপরাধ……!
দাসের পানে একবার চাও হে দয়াময়
ক্ষম অপরাধ।
তোমারি ক্ষমতায় আমি
যা ইচ্ছে তাই কর তুমি ।।
রাখ মার সে নাম নামি ।।
ওগো দয়াল
তোমারি এই জগৎময়
পাপী অধম তরাইতে সাঁই
পতিত পাবন নাম শুনতে পাই ।।
সত্য মিথ্যা জানবো হেথায় ।।
ওগো দয়াল তরাইতে আজ আমায়

কসুর পেয়ে মার যারে
আবার দয়া হয় গো তারে ।।
লালন বলে এ সংসারে
অগো দয়াল
আমি কি তোমার কেহই নই..

চিরদিন পুষলাম এক অচিন পাখি


চিরদিন পুষলাম এক অচিন পাখি
ভেদ-পরিচয় দেয় না আমায়
ঐ খেদে ঝরে আঁখি
আমার ঐ খেদে ঝরে আঁখি।।
পাখি বুলি বলে শুনতে পাই
রূপ কেমন তা দেখিনা ভাই
বিষম ঘোর দেখি।
আমি বিষম ঘোর দেখি।
কোন দিন জানি উড়ে যাবে
ধুলো দিয়ে দুই চোখই।।
পোষা পাখি চিনলাম না
এ লজ্জা তো যাবে না উপায় কি করি
আমি উপায় কি করি।।
চিনাল পেলে চিনে নিতাম
যেতো মনের ধুকধুকি।।
আছে নয় দরজা খাঁচাতে
যায় আসে পাখি কোন পথে
চোখে দিয়ে রে ভেল্কি
আমার দিয়ে রে ভেল্কি।
সিরাজ সাঁই কয়
বয় লালন বয়
ফাঁদ পেতে রে সিঁদমুখী।।

কী সন্ধানে যাই সেখানে


কী সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে ।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবারাতি নাই সেখানে ।।
যেতে পথে কামনদীতে
পাড়ি দিতে ত্রিবিনে ।।
কত ধনীর ভারা যাচ্ছে মারা ।।
পইড়ে নদীর তোড় তুফানে ।
দেখো পইড়ে নদীর তোড় তুফানে ।
রসিক যাঁরা চতুর তাঁরা
তাঁরাই নদীর ধারা চেনে ।।
উজান তরী যাচ্ছে বেয়ে ।।
তাঁরাই স্বরূপ সাধন জানে ।
ওরে তাঁরাই স্বরূপ সাধন জানে ।।
লালন বলে ম’লাম জ্বইলে
ম’লাম আমি নিশিদিনে ।।
আমি মনি হারা ফনির মতন ।।
হারা হলেম দিন নিধনে
আমি হারা হলেম দিন নিধনে ।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবারাতি নাই সেখানে ।।
দেখো দিবারাতি নাই সেখানে ।।
মনের মানুষ যেখানে ।
কী সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে ।


লা ল ন গী তি  লি রি ক্স                                                Page 1 । Page 2 । Page 3 । Page 4

0 মন্তব্য(গুলি):